মুক্তধারা
তাঁকে সেই আঘাত ফিরিয়ে দিলে। তখন

মুক্তধারা তাঁর সেই আহত দেহকে মায়ের মতো কোলে তুলে নিয়ে চলে গেল।

গণেশ। যুবরাজকে আমরা যে খুঁজতে বেরিয়েছিলুম, তা হলে তাঁকে কি আর পাব না।

ধনঞ্জয়। চিরকালের মতো পেয়ে গেলি।

ভৈরবপন্থীর প্রবেশ
গান

জয় ভৈরব, জয় শংকর,

জয় জয় জয় প্রলয়ংকর।

জয় সংশয়ভেদন,

জয় বন্ধনছেদন,

জয় সংকটসংহর

শংকর শংকর।

তিমিরহৃদ্‌বিদারণ

জলদগ্নিনিদারুণ

মরুশ্মশানসঞ্চর

শংকর শংকর।

বজ্রঘোষবাণী

রুদ্র শূলপাণি

মৃত্যুসিন্ধুসন্তর,

শংকর শংকর।


   শান্তিনিকেতন

পৌষ সংক্রান্তি ১৩২৮