পূজা
                     ৩১৬

       প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে
       প্লাবিত করিয়া নিখিল দ্যুলোকে ভূলোকে
                তোমার অমল অমৃত পড়িছে ঝরিয়া॥
       দিকে দিকে আজি টুটিয়া সকল বন্ধ
       মুরতি ধরিয়া জাগিয়া উঠে আনন্দ,
                জীবন উঠিল নিবিড় সুধায় ভরিয়া॥
       চেতনা আমার কল্যাণরসসরসে
       শতদলসম ফুটিল পরম হরষে
                সব মধু তার চরণে তোমার ধরিয়া।
       নীরব আলোকে জাগিল হৃদয়প্রান্তে
       উদার উষার উদয়-অরুণকান্তি,
                অলস আঁখির আবরণ গেল সরিয়া॥