পূজা
৩১৫
পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে
এই খসে যাবার, ভেসে যাবার, ভাঙবারই আনন্দে
রে॥
পাতিয়া কান শুনিস না
যে দিকে দিকে গগনমাঝে
মরণবীণায় কী সুর বাজে তপন-তারা-চন্দ্রে রে–
জ্বালিয়ে আগুন ধেয়ে ধেয়ে জ্বলবারই আনন্দে রে॥
পাগল-করা গানের
তানে ধায় যে কোথা কেই বা জানে,
চায় না ফিরে পিছন-পানে, রয় সে বাঁধা বন্ধে রে–
লুটে যাবার, ছুটে যাবার, চলবারই আনন্দে রে।
সেই
আনন্দ-চরণ-পাতে
ছয় ঋতু যে নৃত্যে মাতে,
প্লাবন বহে যায় ধরাতে বরন গীতে গন্ধে রে–
ফেলে দেবার, ছেড়ে দেবার, মরবারই আনন্দে রে॥