পূজা
                    ৩১৭

            জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ।
            ধন্য হল, ধন্য হল মানবজীবন॥
    নয়ন আমার রূপের পুরে      সাধ মিটায়ে বেড়ায় ঘুরে,
            শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন॥
            তোমার যজ্ঞে দিয়েছ ভার, বাজাই আমি বাঁশি–
            গানে গানে গেঁথে বেড়াই প্রাণের কান্না হাসি।
    এখন সময় হয়েছে কি?   সভায় গিয়ে তোমায় দেখি’
            জয়ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন॥