যোগাযোগ

কুমুদিনী। তা হোক, কাল এসো বরঞ্চ। আজ কোনো কথা নয়।

নবীন। কাল হয়তো ছুটি পাব না, হয়তো বাধা ঘটবে। দোহাই তোমার, আজ একবার কেবল পাঁচ মিনিটের জন্যে। তোমার দাদা খুশি হবেন, কোনো ক্ষতি হবে না তাঁর।

কুমুদিনী। আচ্ছা, আগে তুমি খেয়ে নাও, তার পরে হবে।

 

কুমুদিনী বিপ্রদাসকে ডেকে আনল। তিনি বিছানায়

আধশোওয়া হয়ে শুলেন। পায়ের ধুলো নিয়ে

 

নবীন। বিশ্রামে ব্যাঘাত করতে চাই নে। একটি কথা বলে যাব। সময় হয়েছে, এইবার বউরানী ঘরে ফিরে আসবেন বলে আমরা চেয়ে আছি।

 

খানিক পরে

 

আপনার অনুমতি পেলেই ওঁকে নিয়ে যাবার বন্দোবস্ত করি।

 

কুমুদিনীর প্রতি

 

বিপ্রদাস। মনে যদি করিস তোর যাবার সময় হয়েছে তা হলে যা, কুমু।

কুমুদিনী। না দাদা, যাব না।

 

এই বলে বিপ্রদাসের হাঁটুর উপর উপুড় হয়ে পড়ল —

একটু পরে বিছানা থেকে উঠেই নবীনের প্রতি

 

চলো, আর দেরি নয়। দাদা, তুমি ঘুমোও।

 

জনান্তিকে

 

মোতির মা। এতটা কিন্তু ভালো না।

 

জনান্তিকে

নবীন। অর্থাৎ চোখে খোঁচা দেওয়াটা যেম্‌নি হোক-না, চোখটা রাঙা হয়ে ওঠা একেবারেই ভালো নয়।