দিকবালা

দূর আকাশের পথ         উঠিছে জলদরথ,

নিমেন চাহি দেখে কবি ধরণী নিদ্রিত।

অস্ফুট চিত্রের মত          নদ নদী পরবত,

পৃথিবীর পটে যেন রয়েছে চিত্রিত!

সমস্ত পৃথিবী ধরি একটি মুঠায়

অনন্ত সুনীল সিন্ধু সুধীরে লুটায়।

হাত ধরাধরি করি দিক্‌বালাগণ

দাঁড়ায়ে সাগরতীরে ছবির মতন।

কেহ বা জলদময় মাখায়ে জোছানা।

নীল দিগন্তের কোলে পাতিছে বিছানা।

মেখের শয্যায় কেহ ছড়ায়ে কুন্তল

নীরবে ঘুমাইতেছে নিদ্রায় বিহ্বল।

সাগরতরঙ্গ তার চরণে মিলায়,

লইয়া শিথিল কেশ পবন খেলায়।

কোন কোন দিক্‌বালা বসি কুতূহলে

আকাশের চিত্র আঁকে সাগরের জলে।

আঁকিল জলদমালা চন্দ্রগ্রহ তারা,

রঞ্জিল সাগর দিয়া জোছনার ধারা।

পাপিয়ার ধ্বনি শুনি কেহ হাসিমুখে

প্রতিধ্বনিরমণীরে জাগায় কৌতুকে!

শুকতারা প্রভাতের ললাটে ফুটিল,

পূরবের দিক্‌দেবী জাগিয়া উঠিল।

লোহিত কমলকরে পূরবের দ্বার

খুলিয়া, সিন্দূর দিল সীমন্তে উষার।

মাজি দিয়া উদয়ের কনকসোপান,

তপনের সারথিরে করিল আহ্বান।

সাগর-ঊর্ম্মির শিরে সোনার চরণ

ছুঁয়ে ছুঁয়ে নেচে গেল দিক্‌বালাগণ।

পূরবদিগন্ত-কোলে জলদ ঙ্গছায়ে