শেষ সপ্তক

          প্রথম ঘুমভাঙা প্রভাতে

           নতুন ফোটা বেলফুলের মালা ;

              ভোরের স্বপ্ন

                    তারি গন্ধে ছিল বিহ্বল।

 

 

          সেদিনকার জন্মদিনের কিশোর জগৎ

               ছিল রূপকথার পাড়ার গায়ে - গায়েই,

               জানা না - জানার সংশয়ে।

    সেখানে রাজকন্যা আপন এলোচুলের আবরণে

          কখনো বা ছিল ঘুমিয়ে,

        কখনো বা জেগেছিল চমকে উঠে'

        সোনার কাঠির পরশ লেগে।

 

                             দিন গেল।

                       সেই বসন্তীরঙের পঁচিশে বৈশাখের

                             রঙকরা প্রাচীরগুলো

                                        পড়ল ভেঙে।

    যে পথে বকুলবনের পাতার দোলনে

        ছায়ায় লাগত কাঁপন,

              হাওয়ায় জাগত মর্মর,

                    বিরহী কোকিলের

                          কুহুরবের মিনতিতে

                          আতুর হত মধ্যাহ্ন,

               মৌমাছির ডানায় লাগত গুঞ্জন

                  ফুলগন্ধের অদৃশ্য ইশারা বেয়ে,

                     সেই তৃণ - বিছানো বীথিকা

                     পৌঁছল এসে পাথরে - বাঁধানো রাজপথে।

 

 

              সেদিনকার কিশোরক

                     সুর সেধেছিল যে - একতারায়