রূপান্তর

ছায়েব মৈত্রী খলসজ্জনানাম্‌।

             — ভর্তৃহরি : নীতিশতক, ৭৮

 

আরম্ভে দেখায় গুরু, ক্রমে হয় ক্ষীণকায়া,

দুর্জনের মৈত্রী যেন পূর্বার্ধদিবসছায়া।

সজ্জনের মৈত্রী ভায়    অপরাহ্নছায়াপ্রায় —

প্রথমে দেখিতে লঘু, কালবশে বৃদ্ধি পায়।

 

              ১৩

 

শম্ভুস্বয়ম্ভুহরয়ো হরিণেক্ষণানাং

যেনাক্রিয়ন্ত সততং গৃহকর্মদাসাঃ।

বাচামগোচরচরিত্রবিচিত্রিতায়

তস্মৈ নমো ভগবতে কুসুমায়ুধায়॥

             — ভর্তৃহরি : শৃঙ্গারশতক, ১

 

যাঁর তাপে বিধি বিষ্ণু শম্ভু বারো মাস

হরিণেক্ষণার দ্বারে গৃহকর্মদাস,

বাক্য - অগোচর চিত্র চরিত্র যাঁহার,

ভগবান্‌ পঞ্চবাণ, তাঁরে নমস্কার।

 

                       ১৪

 

মধু তিষ্ঠতি বাচি যোষিতাং হৃদি হালাহলমেব কেবলম্‌।

অতএব নিপীয়তেহধরো হৃদয়ং মুষ্টিভিরেব তাড্যতে॥

 

                 — ভর্তৃহরি : শৃঙ্গারশতক, ৮৫

 

নারীর বচনে মধু, হৃদয়েতে হলাহল।

অধরে পিয়ায় সুধা, চিত্তে জ্বালে দাবানল।