রূপান্তর

      বর্ষায় সমান তারা ঠিক —

বসন্ত যেমনি আসে

      কাক কাক, পিক হয় পিক।

 

         পা ঠা ন্ত র

 

কাক কালো, পিক কালো,

      মিথ্যা ভেদ খোঁজা —

বসন্ত যেমনি আসে

      ভেদ যায় বোঝা।

 

             ৫

 

কাকস্য পক্ষৌ যদি স্বর্ণযুক্তৌ

মাণিক্যযুক্তৌ চরণৌ চ তস্য

একৈকপক্ষে গজরাজমুক্তা

তথাপি কাকো ন চ রাজহংসঃ॥

                   — বররুচি : নীতিরত্ন, ৮

 

সোনা দিয়ে বাঁধা হোক কাকটার ডানা,

মানিকে জড়ানো হোক তার পা দুখানা,

এক এক পক্ষে তার গজমুক্তা থাক্‌ —

রাজহংস নয় কভু, তবুও সে কাক।

 

             ৬

 

উদ্যোগিনং পুরুষসিংহমুপৈতি লক্ষ্মীর্‌ -

দৈবেন দেয়মিতি কাপুরুষা বদন্তি।

দৈবং নিহত্য কুরু পৌরুষমাত্মশক্ত্যা

যত্নে কৃতে যদি ন সিধ্যতি কোহত্র দোষঃ॥

                    — ঘটকর্পর : নীতিসার, ১৩