শেষ সপ্তক

       সৃষ্টিযুগের প্রথম লগ্নে

           প্রাণসমুদ্রের মহাপ্লাবনে

           তরঙ্গে তরঙ্গে দুলেছিল এই মন্ত্র - বচন।

       এই বাণীই দিনে দিনে রচনা করেছে

           স্বর্ণচ্ছটায় মানসী প্রতিমা

               আমার বিরহ - গগনে

           অস্তসাগরের নির্জন ধূসর উপকূলে।

 

আজ দিনান্তের অন্ধকারে

      এ জন্মের যত ভাবনা যত বেদনা

          নিবিড় চেতনায় সম্মিলিত হয়ে

              সন্ধ্যাবেলার একলা তারার মতো

                  জীবনের শেষবাণীতে হোক উদ্ভাসিত—

                           '' ভালোবাসি। '