শেষ সপ্তক

               আমার বাণী।

         দেখি চেয়ে, তোমার পল্লবস্তবক

             অনায়াসে পার হয়েছে

             শাখাব্যূহের জটিলতা,

  জয় করে নিয়েছে চার দিকে নিস্তব্ধ অবকাশ।

      তোমার নিঃশব্দ উচ্ছ্বাস সেই উদার পথে

              উত্তীর্ণ হয়ে যায়

                    সূর্যোদয় - মহিমার মাঝে।

           সেই পথ দিয়ে দক্ষিণ বাতাসের স্রোতে

                      অনাদি প্রাণের মন্ত্র

                 তোমার নবকিশলয়ের মর্মে এসে মেলে—

             বিশ্বহৃদয়ের সেই আনন্দমন্ত্র—

                                    “ ভালোবাসি। ”

 

বিপুল ঔৎসুক্য আমাকে বহন করে নিয়ে যায় সুদূরে ;

           বর্তমান মুহূর্তগুলিকে

           অবলুপ্ত করে কালহীনতায়।

যেন কোন্‌ লোকান্তরগত চক্ষু

     জন্মান্তর থেকে চেয়ে থাকে

             আমার মুখের দিকে,—

     চেতনাকে নিষ্কারণ বেদনায়

             সকল সীমার পরপারে দেয় পাঠিয়ে।

             ঊর্ধ্বলোক থেকে কানে আসে

                     সৃষ্টির শাশ্বতবাণী—

                            “ ভালোবাসি। ”

 

যেদিন যুগান্তের রাত্রি হল অবসান

       আলোকের রশ্মিদূত

           বিকীর্ণ করেছিল এই আদিমবাণী

                  আকাশে আকাশে।