ষোলো
শ্রীযুক্ত সুধীন্দ্রনাথ দত্ত কল্যাণীয়েষু

            পড়েছি আজ রেখার মায়ায়।

           কথা ধনীঘরের মেয়ে,

                  অর্থ আনে সঙ্গে করে,

মুখরার মন রাখতে চিন্তা করতে হয় বিস্তর।

          রেখা অপ্রগল্‌ভা, অর্থহীনা,

          তার সঙ্গে আমার যে ব্যবহার সবই নিরর্থক।

গাছের শাখায় ফুল ফোটানো ফল ধরানো,

          সে কাজে আছে দায়িত্ব ;

গাছের তলায় আলোছায়ার নাট-বসানো

          সে আর-এক কাণ্ড।

 

সেইখানেই শুকনো পাতা ছড়িয়ে পড়ে,

প্রজাপতি উড়তে থাকে,

জোনাকি ঝিকমিক করে রাতের বেলা।

বনের আসরে এরা সব রেখা-বাহন

          হাল্কা চালের দল,

কারো কাছে জবাবদিহি নেই।

কথা আমাকে প্রশ্রয় দেয় না, তার কঠিন শাসন ;

        রেখা আমার যথেচ্ছাচারে হাসে,

               তর্জনী তোলে না।

 

কাজকর্ম পড়ে থাকে, চিঠিপত্র হারিয়ে ফেলি,

ফাঁক পেলেই ছুটে যাই রূপ-ফলানোর অন্দরমহলে।

              এমনি করে, মনের মধ্যে

অনেকদিনের যে-লক্ষ্মীছাড়া লুকিয়ে আছে

                        তার সাহস গেছে বেড়ে।

সে আঁকছে, ভাবছে না সংসারের ভালোমন্দ,

       গ্রাহ্য করে না লোকমুখের নিন্দাপ্রশংসা।