রূপান্তর

নিষ্ফল হয় না কভু কালে কালান্তরে॥

 

আপাতত বাড়ে লোক অধর্মের দ্বারা,

অধর্মেই আপনার ভালো দেখে তারা।

এ পথেই শত্রুদের পরাজয়করে,

শেষে কিন্তু একদিন সমূলেই মরে॥

 

টীকা :

    ১   সুভাষিতরত্নভাণ্ডাগার - ধৃত পাঠ। মহাভারতের প্রচলিত পাঠ —

                     প্রহরিষ্যন্‌ প্রিয়ং ব্রূয়াৎ প্রহরন্নপি ভারত।

                     প্রহৃত্য চ কৃপায়িত শোচেত চ রুদেত চ॥

    ২   পাঠান্তর : পরাস্ত

    ৩   শেষ ছত্র - দুটির পাঠান্তর —

                     অধর্মেই শত্রুদের করে পরাজয়

                     শেষে কিন্তু সমূলে বিনাশপ্রাপ্ত হয়।