রূপান্তর

         পা ঠা ন্ত র

 

সুখ হোক দুঃখ হোক,

     প্রিয় হোক অথবা অপ্রিয় ,

যা পাও অপরাজিত

     হৃদয়ে বহন করি নিয়ো॥

 

         পা ঠা ন্ত র

 

আসুক সুখ বা দুঃখ,

     প্রিয় বা অপ্রিয়,

বিনা পরাজয়ে তারে

     বরণ করিয়ো॥

 

                  ৩

 

নাধর্মশ্চরিতো লোকে সদ্যঃ ফলতি গৌরিব।

শনৈরাবর্তমানস্তু কর্তুর্মূলানি কৃন্ততি॥

যদি নাত্মনি পুত্রেষু ন চেৎ পুত্রেষু নপ্তৃষু।

ন ত্বেব তু কৃতোহধর্মঃ কর্তুর্ভবতি নিষ্ফলঃ

অধর্মেণৈধতে তাবৎ ততো ভদ্রাণি পশ্যতি।

ততঃ সপত্নাঞ্জয়তি সমূলস্তু বিনশ্যতি॥

             — মনুসংহিতা, ৪ . ১৭২ - ৭৪

 

গাভী দুহিলেই দুগ্ধ পাই তো সদ্যই,

কিন্তু অধর্মের ফল মেলে না অদ্যই।

জানি তার আবর্তন অতি ধীরে ধীরে

সমূলে ছেদন করে অধর্মকারীরে॥

 

আপনিও ফল তার নাহি পায় যদি,

পুত্র বা পৌত্রেও তাহা ফলে নিরবধি।

এ কথা নিশ্চিত জেনো অধর্ম যে করে