হঠাৎ দেখা

রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা,

        ভাবি নি সম্ভব হবে কোনোদিন।

 

      আগে ওকে বারবার দেখেছি

            লালরঙের শাড়িতে

                 দালিম ফুলের মতো রাঙা ;

                আজ পরেছে কালো রেশমের কাপড়,

                              আঁচল তুলেছে মাথায়

                দোলনচাঁপার মতো চিকনগৌর মুখখানি ঘিরে।

            মনে হল, কালো রঙে একটা গভীর দূরত্ব

                        ঘনিয়ে নিয়েছে নিজের চার দিকে,

                 যে দূরত্ব সর্ষেখেতের শেষ সীমানায়

                      শালবনের নীলাঞ্জনে।

                      থমকে গেল আমার সমস্ত মনটা ;

      চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে।

 

            হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে

                     আমাকে করলে নমস্কার।

            সমাজবিধির পথ গেল খুলে,

                      আলাপ করলেম শুরু —

            কেমন আছ, কেমন চলছে সংসার

                             ইত্যাদি।

      সে রইল জানলার বাইরের দিকে চেয়ে

যেন কাছের দিনের ছোঁয়াচ - পার - হওয়া চাহনিতে।

      দিলে অত্যন্ত ছোটো দুটো - একটা জবাব,

            কোনোটা বা দিলেই না।

      বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় —

            কেন এ - সব কথা,

      এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা।