কুমার

কুমার, তোমার প্রতীক্ষা করে নারী,

অভিষেক-তরে এনেছে তীর্থবারি।

            সাজাবে অঙ্গ উজ্জ্বল বরবেশে,

            জয়মাল্য-যে পরাবে তোমার কেশে,

            বরণ করিবে তোমারে সে-উদ্দেশে

                         দাঁড়ায়েছে সারি সারি।

 

দৈত্যের হাতে স্বর্গের পরাভবে

বারে বারে, বীর, জাগ ভয়ার্ত ভবে।

            ভাই ব ' লে তাই নারী করে আহ্বান,

            তোমারে রমণী পেতে চাহে সন্তান,

             প্রিয় ব ' লে গলে করিবে মাল্য দান

                         আনন্দে গৌরবে।

 

হেরো, জাগে সে যে রাতের প্রহর গণি,

তোমার বিজয়শঙ্খ উঠুক ধ্বনি।

            গর্জিত তব তর্জনধিক্কারে

            লজ্জিত করো কুৎসিত ভীরুতারে,

            মন্দ্রিত হোক বন্দীশালার দ্বারে

                         মুক্তির জাগরণী।

 

তুমি এসে যদি পাশে নাহি দাও স্থান,

হে কিশোর, তাহে নারীর অসম্মান।

            তব কল্যাণে কুঙ্কুম তার ভালে,

            তব প্রাঙ্গণে সন্ধ্যাপ্রদীপ জ্বালে,

            তব বন্দনে সাজায় পূজার থালে

                              প্রাণের শ্রেষ্ঠ দান।

 

তুমি নাই, মিছে বসন্ত আসে বনে

বিরহবিকল চঞ্চল সমীরণে।