ঋতু-অবসান

   একদা বসন্তে মোর বনশাখে যবে

                 মুকুলে পল্লবে

            উদ্‌বারিত আনন্দের আমন্ত্রণ

  গন্ধে বর্ণে দিল ব্যাপি ফাল্গুনের পবন গগন,

            সেদিন এসেছে যারা বীথিকায়—

                 কেহ এল কুণ্ঠিত দ্বিধায় ;

  চটুল চরণ কারো তৃণে তৃণে বাঁকিয়া বাঁকিয়া

            নির্দয় দলনচিহ্ন গিয়েছে আঁকিয়া

  অসংকোচ নূপুরঝংকারে,

            কটাক্ষের খরধারে

                  উচ্চহাস্য করেছে শাণিত ;

            কেহ বা করেছে ম্লান অমানিত

  অকারণ সংশয়েতে আপনারে

            অবগুণ্ঠনের অন্ধকারে ;

       কেহ তারা নিয়েছিল তুলি

গোপনে ছায়ায় ফিরি তরুতলে ঝরা ফুলগুলি ;

            কেহ ছিন্ন করি

                        তুলেছিল মাধবীমঞ্জরী,

                   কিছু তার পথে পথে ফেলেছে ছড়ায়ে,

                        কিছু তার বেণীতে জড়ায়ে

  অন্যমনে গেছে চলে গুন্‌গুন্‌ গানে।

 

  আজি এ ঋতুর অবসানে

            ছায়াঘন বীথি মোর নিস্তব্ধ নির্জন ;

                     মৌমাছির মধু - আহরণ

                           হল সারা ;

                     সমীরণ গন্ধহারা

            তৃণে তৃণে ফেলিছে নিশ্বাস।

  পাতার আড়াল ভরি একে একে পেতেছে প্রকাশ

            অচঞ্চল ফলগুচ্ছ যত,