পত্রপুট

                ওদের ছিল তৈরী বাসা, ভিড়ের বাসা —

                        ওদের বাঁধা পথের আসা-যাওয়া

                              দেখেছি দূরের থেকে

                                    আমি ব্রাত্য, আমি পংক্তিহারা।

          বিধান-বাঁধা মানুষ আমাকে মানুষ মানে নি,

      তাই আমার বন্ধুহীন খেলা ছিল সকল পথের চৌমাথায়,

          ওরা তার ও পাশ দিয়ে চলে গেছে

                  বসনপ্রান্ত তুলে ধরে।

      ওরা তুলে নিয়ে গেল ওদের দেবতার পূজায়

                   শাস্ত্র মিলিয়ে বাছা-বাছা ফুল —

          রেখে দিয়ে গেল আমার দেবতার জন্যে

                   সকল দেশের সকল ফুল —

          এক সূর্যের আলোকে চিরস্বীকৃত।

              দলের উপেক্ষিত আমি,

                      মানুষের মিলন-ক্ষুধায় ফিরেছি,

              যে মানুষের অতিথিশালায়

                       প্রাচীর নেই, পাহারা নেই।

       লোকালয়ের বাইরে পেয়েছি আমার নির্জনের সঙ্গী

             যারা এসেছে ইতিহাসের মহাযুগে

                   আলো নিয়ে , অস্ত্র নিয়ে, মহাবাণী নিয়ে।

                      তারা বীর, তারা তপস্বী, তারা মৃত্যুঞ্জয়,

       তারা আমার অন্তরঙ্গ, আমার স্ববর্ণ, আমার স্বগোত্র,

              তাদের নিত্যশুচিতায় আমি শুচি।

        তারা সত্যের পথিক, জ্যোতির সাধক,

                        অমৃতের অধিকারী।

       মানুষকে গণ্ডির মধ্যে হারিয়েছি,

                          মিলেছে তার দেখা

                                দেশবিদেশের সকল সীমানা পেরিয়ে।

       তাকে বলেছি হাত জোড় করে —

                হে চিরকালের মানুষ, হে সকল মানুষের মানুষ,

                                পরিত্রাণ করো

                        ভেদচিহ্নের-তিলক-পরা