পত্রপুট

            আমার এই পত্রদূতগুলির সম্বাহিত দিনরাত্রির যে সঞ্চয়

                              অসংখ্য অপূর্ব অপরিমেয়

                যা অখণ্ড ঐক্যে মিলে গিয়েছে আমার আত্মরূপে,

             যে রূপের দ্বিতীয় নেই কোনোখানে কোনো কালে,

                তাকে রেখে দিয়ে যাব কোন্‌ গুণীর কোন্‌ রসজ্ঞের

                                             দৃষ্টির সন্মুখে,

                                    কার দক্ষিণ করতলের ছায়ায়,

                          অগণ্যের মধ্যে কে তাকে নেবে স্বীকার করে।