পত্রপুট

                         ঢেলে দিয়েছে ক্ষুভিত সুরের ঝর্না রাত্রিদিন।

সাত রঙের ছটা খেলেছে তার নাচের উড়নিতে

                             সারাদিনের সূর্যালোকে,

নিশীথরাত্রের জপমন্ত্র ছন্দ পেয়েছে

              তার তিমিরপুঞ্জ কলোচ্ছল ধারায়।

আমার তপ্ত মধ্যাহ্নের শূন্যতা থেকে উচ্ছ্বসিত

                                  গৌড়-সারঙের আলাপ।

   আজ বঞ্চিত জীবনকে বলি সার্থক —

           নিঃশেষ হয়ে এল তার দুঃখের সঞ্চয়

                              মৃত্যুর অর্ঘ্যপাত্রে,

           তার দক্ষিণা রয়ে গেল কালের বেদীপ্রান্তে।

                     জীবনের পথে মানুষ যাত্রা করে

                     নিজেকে খুঁজে পাবার জন্যে।

   গান যে-মানুষ গায়, দিয়েছে সে ধরা, আমার অন্তরে ;

যে-মানুষ দেয় প্রাণ দেখা মেলে নি তার।

 

 

 

          দেখেছি শুধু আপনার নিভৃত রূপ

                       ছায়ায় পরিকীর্ণ,

     যেন পাহাড়তলিতে একখানা অনুত্তরঙ্গ সরোবর।

                    তীরের গাছ থেকে

                            সেখানে বসন্তশেষের ফুল পড়ে ঝ ' রে,

                               ছেলেরা ভাসায় খেলার নৌকো,

                    কলস ভরে নেয় তরুণীরা

                                 বুদ্‌বুদফেনিল গর্গরধ্বনিতে।

          নববর্ষার গম্ভীর বিরাট শ্যামমহিমা

                    তার বক্ষতলে পায় লীলাচঞ্চল দোসরটিকে।

       কালবৈশাখী হঠাৎ মারে পাখার ঝাপট,

                         স্থির জলে আনে অশান্তির উন্মন্থন,

           অধৈর্যের আঘাত হানে তটবেষ্টনের স্থাবরতায় ;

               হঠাৎ বুঝি তার মনে হয় —