প্রণতি

     প্রণাম আমি পাঠানু গানে

          উদয়গিরিশিখর - পানে

                   অস্তমহাসাগরতট হতে—

     নবজীবনযাত্রাকালে

          সেখান হতে লেগেছে ভালে

                   আশিসখানি অরুণ - আলোস্রোতে।

      প্রথম সেই প্রভাত - দিনে

                   পড়েছি বাঁধা ধরার ঋণে,

                             কিছু কি তার দিয়েছি শোধ করি?

                                     চিররাতের তোরণে থেকে

                   বিদায়বাণী গেলেম রেখে

                             নানারঙের বাষ্পলিপি ভরি।

 

    বেসেছি ভালো এই ধরারে,

          মুগ্ধ চোখে দেখেছি তারে

                   ফুলের দিনে দিয়েছি রচি গান ;

    সে গানে মোর জড়ানো প্রীতি,

          সে গানে মোর রহুক স্মৃতি,

                   আর যা আছে হউক অবসান।

 

  রোদের বেলা ছায়ার বেলা

          করেছি সুখদুখের খেলা,

                   সে খেলাঘর মিলাবে মায়াসম ;

অনেক তৃষা, অনেক ক্ষুধা,

          তাহারি মাঝে পেয়েছি সুধা—

                   উদয়গিরি, প্রণাম লহো মম।

 

বরষ আসে বরষশেষে,

          প্রবাহে তারই যায় রে ভেসে

                   বাঁধিতে যারে চেয়েছি চিরতরে।