বীথিকা

বারে বারেই ঋতুর ডালি

 

          পূর্ণ হয়ে হয়েছে খালি

                   মমতাহীন সৃষ্টিলীলাভরে।

এ মোর দেহ - পেয়ালাখানা

          উঠেছে ভরি কানায় কানা

                   রঙিন রসধারায় অনুপম।

একটুকুও দয়া না মানি

          ফেলায়ে দেবে, জানি তা জানি,

                   উদয়গিরি তবুও নমোনম।

 

          কখনো তার গিয়েছে ছিঁড়ে,

                   কখনো নানা সুরের ভিড়ে

                             রাগিণী মোর পড়েছে আধো চাপা।

          ফাল্গুনের আমন্ত্রণে

                   জেগেছে কুঁড়ি গভীর বনে,

                             পড়েছে ঝরি চৈত্রবায়ে - কাঁপা।

           অনেক দিনে অনেক দিয়ে

                   ভেঙেছে কত গড়িয়ে গিয়ে,

                             ভাঙন হল চরম প্রিয়তম ;

          সাজাতে পূজা করি নি ত্রুটি,

                   ব্যর্থ হলে নিলেম ছুটি—

                             উদয়গিরি, প্রণাম লহ মম।