বীথিকা

তাহারই বেদনা কত কীর্তির স্তূপে

উচ্ছ্রিত হয়ে ওঠে অসংখ্য রূপে

                   পুরুষের ইতিহাসে।

 

                       হে কৈশোরের প্রিয়া,

  এ জনমে তুমি নব জীবনের দ্বারে

  কোন্‌ পার হতে এনে দিলে মোর পায়ে

               অনাদি যুগের চিরমানবীর হিয়া।

দেশের কালের অতীত যে মহাদূর,

তোমার কণ্ঠে শুনেছি তাহারই সুর—

          বাক্য সেথায় নত হয় পরাভবে।

অসীমের দূতী, ভরে এনেছিলে ডালা

পরাতে আমারে নন্দনফুলমালা

                         অপূর্ব গৌরবে।