১৯

মরণ রে,

      তুঁহু মম শ্যামসমান।

মেঘবরণ তুঝ, মেঘজটাজুট,

রক্ত কমলকর, রক্ত অধরপুট,

তাপ - বিমোচন করুণ কোর তব

      মৃত্যু - অমৃত করে দান।

      তুঁহু মম শ্যামসমান।

 

মরণ রে,

      শ্যাম তোঁহারই নাম!

চির বিসরল যব নিরদয় মাধব

      তুঁহু ন ভইবি মোয় বাম,

আকুল রাধা - রিঝ অতি জরজর,

ঝরই নয়ন দউ অনুখন ঝরঝর।

তুঁহু মম মাধব, তুঁহু মম দোসর,

      তুঁহু মম তাপ ঘুচাও,

      মরণ, তু আও রে আও।

ভুজপাশে তব লহ সম্বোধয়ি,

আঁখিপাত মঝু আসব মোদয়ি,

কোরউপর তুঝ রোদয়ি রোদয়ি,

      নীদ ভরব সব দেহ।

তুঁহু নহি বিসরবি, তুঁহু নহি ছোড়বি,

রাধাহৃদয় তু কবহুঁ ন তোড়বি,

হিয় হিয় রাখবি অনুদিন অনুখন,

      অতুলন তোঁহার লেহ।

দূর সঙে তুঁহু বাঁশি বজাওসি,

অনুখন ডাকসি, অনুখন ডাকসি

      রাধা রাধা রাধা।

দিবস ফুরাওল, অবহুঁ ম যাওব,

বিরহতাপ তব অবহুঁ ঘুচাওব,