ভানুসিংহ ঠাকুরের পদাবলী

কুঞ্জবাট’পর অবহুঁ ম ধাওব,

      সব কছু টুটইব বাধা।

গগন সঘন অব, তিমিরমগন ভব,

তড়িত চকিত অতি, ঘোর মেঘরব,

শালতালতরু সভয় তবধ সব,

      পন্থ বিজন অতি ঘোর —

একলি যাওব তুঝ অভিসারে,

যা’ক’ পিয়া তুঁহু কি ভয় তাহারে,

ভয় বাধা সব অভয় মুরতি ধরি,

      পন্থ   দেখাওব মোর।

ভানুসিংহ কহে — ছিয়ে ছিয়ে রাধা,

      চঞ্চল হৃদয় তোহারি,

মাধব পহু মম, পিয় স মরণসে

      অব তুঁহু দেখ বিচারি।