পুনশ্চ

      নববসন্তের হাওয়া ভিতরে বাইরে

             বইতে আরম্ভ হল যেই

                 এমন সময়ে,- রিডাক্‌শান্‌।

             পোকা-খাওয়া কাঁচা ফল

                 বাইরেতে দিব্যি টুপ্‌টুপে,

                     ঝুপ্‌ করে খসে পড়ে

                          বাতাসের এক দমকায়,

                            আমার সে দশা।

      বসন্তের আয়োজনে যে একটু ত্রুটি হল

             সে কেবল আমারি কপালে।

       আপিসের লক্ষ্মী ফিরালেন মুখ,

         ঘরের লক্ষ্মীও

             স্বর্ণকমলের খোঁজে অন্যত্র হলেন নিরুদ্দেশ।

      সার্টিফিকেটের তাড়া হাতে,

         শুক্‌নো মুখ,

             চোখ গেছে বসে,

                 তুবড়ে গিয়েছে পেট,

                     জুতোটার তলা ছেঁড়া,

                         দেহের বর্ণের সঙ্গে চাদরের

                            ঘুচে গেছে বর্ণভেদ —

      ঘুরে মরি বড়োলোকদের দ্বারে।

                 এমন সময় চিঠি এল

                     ভজু মহাজন

                 দেনায় দিয়েছে ক্রোক ভিটেবাড়িখানা।

 

     বাড়ি গিয়ে উপরের ঘরে

জানলা খুলতে সেটা ডালে ঠেকে গেল।

        রাগ হল মনে —

ঠেলাঠেলি করে দেখি,

           আরে আরে ছাত্র যে আমার!

        শেষকালে বড়োই তো হল,

               উন্নতির প্রত্যক্ষ প্রমাণ দিলে

        ভজু মল্লিকেরই মতো আমার দুয়ারে দিয়ে হানা।