স্ফুলিঙ্গ
             দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
      একটি ধানের শিষের উপরে
             একটি শিশিরবিন্দু।

 

   ১৬৫

 

বাতাস শুধায়, ‘বলো তো, কমল,
      তব রহস্য কী যে।’
কমল কহিল, ‘আমার মাঝারে
      আমি রহস্য নিজে।’

 

   ১৬৬

 

বাতাসে তাহার প্রথম পাপড়ি
      খসায়ে ফেলিল যেই,
অমনি জানিয়ো, শাখায় গোলাপ
      থেকেও আর সে নেই।

 

   ১৬৭

 

বাতাসে নিবিলে দীপ
      দেখা যায় তারা,
আঁধারেও পাই তবে
      পথের কিনারা।
সুখ-অবসানে আসে
      সম্ভোগের সীমা,
দুঃখ তবে এনে দেয়
      শান্তির মহিমা।