স্ফুলিঙ্গ

   ১৬৮

 

বায়ু চাহে মুক্তি দিতে,
      বন্দী করে গাছ—
দুই বিরুদ্ধের যোগে
      মঞ্জরীর নাচ।

 

   ১৬৯

 

বাহির হতে বহিয়া আনি
        সুখের উপাদান—
আপনা-মাঝে আনন্দের
        আপনি সমাধান।

 

   ১৭০

 

বাহিরে বস্তুর বোঝা,
      ধন বলে তায়।
কল্যাণ সে অন্তরের
      পরিপূর্ণতায়।

 

   ১৭১

 

বাহিরে যাহারে খুঁজেছিনু দ্বারে দ্বারে
পেয়েছি ভাবিয়া হারায়েছি বারে বারে—
কত রূপে রূপে কত-না অলংকারে
      অন্তরে তারে জীবনে লইব মিলায়ে,
      বাহিরে তখন দিব তার সুধা বিলায়ে।

 

   ১৭২

 

বিকেলবেলার দিনান্তে মোর