স্ফুলিঙ্গ
সে পাওয়া মিথ্যে
        পাওয়া—
 আনমনে তার
পুষ্পের ভার
ধুলায় ছড়িয়ে
        যাওয়া।

 

যে সেই ধুলার
        ফুলে
হার গেঁথে লয়
        তুলে
হেলায় সে ধন
হয় যে ভূষণ
তাহারি মাথার
        চুলে।

 

শুধায়ো না মোর
        গান
কারে করেছিনু
        দান—
পথধুলা-’পরে
আছে তারি তরে
যার কাছে পাবে
        মান।

 

   ১৪৮

 

ফুলের অক্ষরে প্রেম
   লিখে রাখে নাম আপনার—
      ঝ’রে যায়, ফেরে সে আবার।
পাথরে পাথরে লেখা
   কঠিন স্বাক্ষর দূরাশার