স্ফুলিঙ্গ

   ১৪৩

 

প্রেমের আনন্দ থাকে
      শুধু স্বল্পক্ষণ,
প্রেমের বেদনা থাকে
      সমস্ত জীবন।

 

   ১৪৪

 

ফাগুন এল দ্বারে,
      কেহ যে ঘরে নাই—
পরান ডাকে কারে
      ভাবিয়া নাহি পাই।

 

   ১৪৫

 

ফাগুন কাননে অবতীর্ণ,
     ফুলদল পথে করে কীর্ণ।
           অনাগত ফলে নাই দৃষ্টি,
                নিমেষে নিমেষে অনাসৃষ্টি।

 

   ১৪৬

 

ফুল কোথা থাকে গোপনে,
     গন্ধ তাহারে প্রকাশে।
প্রাণ ঢাকা থাকে স্বপনে,
     গান যে তাহারে প্রকাশে।

 

   ১৪৭

 

ফুল ছিঁড়ে লয়
        হাওয়া,