স্ফুলিঙ্গ
     ভেঙে যায়, নাহি ফেরে আর।

 

   ১৪৯

 

ফুলের কলিকা প্রভাতরবির
      প্রসাদ করিছে লাভ,
কবে হবে তার হৃদয় ভরিয়া
      ফলের আবির্ভাব।

 

   ১৫০

 

বইল বাতাস,
     পাল তবু না জোটে—
ঘাটের ষাণে
     নৌকো মাথা কোটে।

 

   ১৫১

 

‘বউ কথা কও’ ‘বউ কথা কও’
      যতই গায় সে পাখি
নিজের কথাই কুঞ্জবনের
      সব কথা দেয় ঢাকি।

 

   ১৫২

 

বড়ো কাজ নিজে বহে
     আপনার ভার।
বড়ো দুঃখ নিয়ে আসে
     সান্ত্বনা তাহার।
ছোটো কাজ, ছোটো ক্ষতি,
     ছোটো দুঃখ যত—
বোঝা হয়ে চাপে, প্রাণ