স্ফুলিঙ্গ

   ১৩১

 

    পরিচিত সীমানার
          বেড়া-ঘেরা থাকি ছেটো বিশ্বে;
    বিপুল অপরিচিত
          নিকটেই রয়েছে অদৃশ্যে।
    সেথাকার বাঁশিরবে
          অনামা ফুলের মৃদুগন্ধে
    জানা না-জানার মাঝে
          বাণী ফিরে ছায়াময় ছন্দে।

 

   ১৩২

 

          পশ্চিমে রবির দিন
                হলে অবসান
          তখনো বাজুক কানে
                পুরবীর গান।

 

   ১৩৩

 

      পাখি যবে গাহে গান,
জানে না, প্রভাত-রবিরে সে তার
      প্রাণের অর্ঘ্যদান।
          ফুল ফুটে বনমাঝে—
সেই তো তাহার পূজানিবেদন
      আপনি সে জানে না যে।

 

   ১৩৪

 

পায়ে চলার বেগে
     পথের-বিঘ্ন-হরণ-করা
           শক্তি উঠুক জেগে।