স্ফুলিঙ্গ
যাবার লগ্ন, চলার চিন্তা
      নিঃশেষে করে দান
          সংশয়ময় তলহীন গহ্বরে।
নির্ঝর যথা সংগ্রামে নামে
      দুর্গম পর্বতে,
অচেনার মাঝে ঝাঁপ দিয়ে পড়্‌
      দুঃসাহসের পথে,
বিঘ্নই তোর স্পর্ধিত প্রাণ
      জাগায়ে তুলিবে যে রে—
জয় করি তবে জানিয়া লইবি
      অজানা অদৃষ্টেরে।

 

   ১২৯

 

নূতন সে পলে পলে 
       অতীতে বিলীন,
যুগে যুগে বর্তমান
       সেই তো নবীন।
তৃষ্ণা বাড়াইয়া তোলে
       নূতনের সুরা,
নবীনের চিরসুধা
       তৃপ্তি করে পুরা।

 

   ১৩০

 

পদ্মের পাতা পেতে আছে অঞ্জলি
        রবির করের লিখন ধরিবে বলি।
সায়াহ্নে রবি অস্তে নামিবে যবে
        সে ক্ষণলিখন তখন কোথায় রবে!