স্ফুলিঙ্গ

   ১১৭

 

    দুঃখ এড়াবার আশা
          নাই এ জীবনে।
    দুঃখ সহিবার শক্তি
          যেন পাই মনে।

 

   ১১৮

 

    দুঃখশিখার প্রদীপ জ্বেলে
          খোঁজো আপন মন,
    হয়তো সেথা হঠাৎ পাবে
          চিরকালের ধন।

 

   ১১৯

 

দুখের দশা শ্রাবণরাতি—
    বাদল না পায় মানা,
      চলেছে একটানা।
সুখের দশা যেন সে বিদ্যুৎ
      ক্ষণহাসির দূত।

 

   ১২০

 

দূর সাগরের পারের পবন
      আসবে যখন কাছের কূলে
রঙিন আগুন জ্বালবে ফাগুন,
      মাতবে অশোক সোনার ফুলে।

 

   ১২১

 

দোয়াতখানা উলটি ফেলি