স্ফুলিঙ্গ
      পটের ‘পরে
‘রাতের ছবি এঁকেছি’ ব’লে
      গর্ব করে।

 

   ১২২

 

ধরণীর খেলা খুঁজে
        শিশু শুকতারা
তিমিররজনীতীরে
        এল পথহারা।
উষা তারে ডাক দিয়ে
        ফিরে নিয়ে যায়,
আলোকের ধন বুঝি
        আলোকে মিলায়।

 

   ১২৩

 

নববর্ষ এল আজি
       দুর্যোগের ঘন অন্ধকারে;
আনে নি আশার বাণী,
       দেবে না সে করুণ প্রশ্রয়।
প্রতিকূল ভাগ্য আসে
       হিংস্র বিভীষিকার আকারে;
তখনি সে অকল্যাণ
       যখনি তাহারে করি ভয়।
যে জীবন বহিয়াছি
       পূর্ণ মূল্যে আজ হোক কেনা;
দুর্দিনে নির্ভীক বীর্যে
       শোধ করি তার শেষ দেনা।