প্রথম
পূর্ববর্তী
পৃষ্ঠা
/৬৮
পরবর্তী
শেষ
পূর্ণ স্ক্রীনে যান
নর্মাল স্ক্রীনে ফিরে আসুন
বাংলা আকাদেমি
বিদ্যা
বড় করুন
ছোট করুন
মুদ্রণ করুন
পাতাটিকে মেইল করুন
পূর্ণ স্ক্রীনে যান
নর্মাল স্ক্রীনে ফিরে আসুন
রবীন্দ্র-রচনাসমগ্র
>
কবিতা
>
স্ফুলিঙ্গ
>
স্ফুলিঙ্গ
প্রকল্প সম্বন্ধে
প্রকল্প রূপায়ণে
রবীন্দ্র-রচনাবলী
রবীন্দ্র-রচনাসমগ্র
বর্ণানুক্রমিক সূচি
অনুসন্ধান
রচনাবলীর অধিতথ্য
জ্ঞাতব্য বিষয়
সাইট সহায়িকা
কয়েকটি সাধারণ প্রশ্ন
পাঠকের চোখে
পাঠকের প্রশ্ন
আমাদের লিখুন
ডাউনলোড
স্বরলিপির ফন্ট
বাংলা কি-বোর্ড
অন্যান্য রচনা-সম্ভার
নজরুল রচনাবলী
বঙ্কিম রচনাবলী
শরৎ রচনাবলী
স্ফুলিঙ্গ
ডোবে না সে, নেবে না সে,
ঢেউ দিলে সে যায় না তবু স’রে—
যেন আমার বিফল রাতের
চেয়ে থাকার স্মৃতি
কালের কালো পটের ‘পরে
রইল আঁকা নিতি।
মোর জীবনের ব্যর্থ দীপের
অগ্নিরেখার বাণী
ঐ যে ছায়াখানি।
১১৪
দিনের প্রহরগুলি হয়ে গেল পার
বহি কর্মভার।
দিনান্ত ভরিছে তরী রঙিন মায়ায়
আলোয় ছায়ায়।
১১৫
দিবসরজনী তন্দ্রাবিহীন
মহাকাল আছে জাগি—
যাহা নাই কোনোখানে,
যারে কেহ নাহি জানে,
সে অপরিচিত কল্পনাতীত
কোন্ আগামীর লাগি।
১১৬
দুই পারে দুই কূলের আকুল প্রাণ,
মাঝে সমুদ্র অতল বেদনাগান।