স্ফুলিঙ্গ

   ১১০

 

দিগন্তে ওই বৃষ্টিহারা
      মেঘের দলে জুটি
লিখে দিল— আজ ভুবনে
      আকাশ ভরা ছুটি।

 

   ১১১

 

দিগন্তে পথিক মেঘ
      চলে যেতে যেতে
ছায়া দিয়ে নামটুকু
      লেখে আকাশেতে।

 

   ১১২

 

দিগ্‌বলয়ে
      নব শশীলেখা
টুক্‌রো যেন
      মানিকের রেখা।

 

   ১১৩

 

দিনের আলো নামে যখন
      ছায়ার অতলে
আমি আসি ঘট ভরিবার ছলে
      একলা দিঘির জলে।
তাকিয়ে থাকি,দেখি সঙ্গীহারা
      একটি সন্ধ্যাতারা
ফেলেছে তার ছায়াটি এই
      কমলসাগরে।