স্ফুলিঙ্গ
আমি মোর প্রেম দিয়ে
     শুধি চিরদিন।

 

   ১০৭

 

তোমার মঙ্গলকার্য
      তব ভৃত্য-পানে
অযাচিত যে প্রেমেরে
      ডাক দিয়ে আনে,
যে অচিন্ত্য শক্তি দেয়,
      যে অক্লান্ত প্রাণ,
সে তাহার প্রাপ্য নহে—
      সে তোমারি দান।

 

   ১০৮

 

তোমার সঙ্গে আমার মিলন
      বাধল কাছেই এসে।
তাকিয়ে ছিলেম আসন মেলে—
    অনেক দূরের থেকে এলে,
আঙিনাতে বাড়িয়ে চরণ
      ফিরলে কঠিন হেসে—
    তীরের হাওয়ায় তরী উধাও
      পারের নিরুদ্দেশে।

 

   ১০৯

 

তোমারে হেরিয়া চোখে,
মনে পড়ে শুধু এই মুখখানি
দেখেছি স্বপ্নলোকে।