স্ফুলিঙ্গ
ফেনায়ে কেবলই লেখে,
      মুছে বারে বারে।

 

   ১০৩

 

তারাগুলি সারারাতি
      কানে কানে কয়,
সেই কথা ফুলে ফুলে
      ফুটে বনময়।

 

   ১০৪

 

তুমি বসন্তের পাখি বনের ছায়ারে
        করো ভাষা দান।
আকাশ তোমার কণ্ঠে চাহে গাহিবারে
        আপনারই গান।

 

   ১০৫

 

তুমি বাঁধছ নূতন বাসা,
     আমার ভাঙছে ভিত।
তুমি খুঁজছ লড়াই,আমার
     মিটেছে হার-জিত।
তুমি বাঁধছ সেতারে তার,
     থামছি সমে এসে—
চক্ররেখা পূর্ণ হল
     আরম্ভে আর শেষে।

 

   ১০৬

 

তুমি যে তুমিই, ওগো
     সেই তব ঋণ