আকাশপ্রদীপ

             পরশের সত্য পুরস্কার

        খণ্ডিয়া দিয়েছে দোষ মিথ্যা সে নিন্দার।

                         তবু ঘুচিল না

                   অসম্পূর্ণ চেনার বেদনা।

             সুন্দরের দূরত্বের কখনো হয় না ক্ষয়,

        কাছে পেয়ে না পাওয়ার দেয় অফুরন্ত পরিচয়।

 

        পুলকে বিষাদে মেশা দিন পরে দিন

             পশ্চিমে দিগন্তে হয় লীন।

        চৈত্রের আকাশতলে নীলিমার লাবণ্য ঘনাল,

                         আশ্বিনের আলো

                   বাজাল সোনার ধানে ছুটির সানাই।

        চলেছে মন্থর তরী নিরুদ্দেশে স্বপ্নেতে বোঝাই।