স্ফুলিঙ্গ

   ৯৮

 

ডালিতে দেখেছি তব
      অচেনা কুসুম নব
দাও মোরে, আমি আমার ভাষায়
      বরণ করিয়া লব।

 

   ৯৯

 

ডুবারি যে সে কেবল
   ডুব দেয় তলে।
যে জন পারের যাত্রী
     সেই ভেসে চলে।

 

   ১০০

 

তপনের পানে চেয়ে
      সাগরের ঢেউ
বলে, ‘ওই পুতলিরে
      এনে দে-না কেউ।’

 

   ১০১

 

তব চিত্তগগনের
      দূর দিক্‌সীমা
বেদনার রাঙা মেঘে
      পেয়েছে মহিমা।

 

   ১০২

 

তরঙ্গের বাণী সিন্ধু
      চাহে বুঝাবারে।