শেষ হিসাব

চেনাশোনার সাঁঝবেলাতে

          শুনতে আমি চাই —

পথে পথে চলার পালা

          লাগল কেমন, ভাই।

দুর্গম পথ ছিল ঘরেই,

          বাইরে বিরাট পথ —

তেপান্তরের মাঠ কোথা-বা,

          কোথা-বা পর্বত।

কোথা-বা সে চড়াই উঁচু,

          কোথা-বা উৎরাই,

                    কোথা-বা পথ নাই।

মাঝে-মাঝে জুটল অনেক ভালো —

          অনেক ছিল বিকট মন্দ,

                   অনেক কুশ্রী কালো।

 

ফিরেছিলে আপন মনের

          গোপন অলিগলি,

পরের মনের বাহির-দ্বারে

          পেতেছে অঞ্জলি।

আশাপথের রেখা বেয়ে

          কতই এলে গেলে,

পাওনা ব’লে যা পেয়েছ

          অর্থ কি তার পেলে।

অনেক কেঁদে-কেটে

          ভিক্ষার ধন জুটিয়েছিলে

              অনেক রাস্তা হেঁটে।

 

পথের মধ্যে লুঠেল দস্যু

          দিয়েছিল হানা,

উজাড় করে নিয়েছিল

          ছিন্ন ঝুলিখানা।

অতি কঠিন আঘাত তারা