নবজাতক

          লাগিয়েছিল বুকে —

  ভেবেছিলুম, চিহ্ন নিয়ে

          সে সব গেছে চুকে।

হাটে-বাটে মধুর যাহা

          পেয়েছিলুম খুঁজি,

মনে ছিল, যত্নের ধন

          তাই রয়েছে পুঁজি।

হায় রে ভাগ্য, খোলো তোমার ঝুলি।

         তাকিয়ে দেখো, জমিয়েছিলে ধূলি।

নিষ্ঠুর যে ব্যর্থকে সে    

          করে যে বর্জিত,

দৃঢ় কঠোর মুষ্টিতলে

          রাখে সে অর্জিত

নিত্যকালের রতন-কণ্ঠহার ;

          চিরমূল্য দেয় সে তারে

                   দারুণ বেদনার।

আর যা-কিছু জুটেছিল

          না চাহিতেই পাওয়া —

আজকে তারা ঝুলিতে নেই,

          রাত্রিদিনের হাওয়া

ভরল তারাই, দিল তারা

          পথে চলার মানে,

রইল তারাই একতারাতে

          তোমার গানে গানে।