নবজাতক

     দুইবার জোয়ার-ভাঁটায়

         ছুটি আর কাজে।

হোথা পড়া-মুখস্থের একঘেয়ে অশ্রান্ত আওয়াজে

               ধৈর্য হারাইছে পাড়া,

           এগ্‌জামিনেশনে দেয় তাড়া।

 

প্রাণের প্রবাহে ভেসে

          বিবিধ ভঙ্গীতে ওরা মেশে।

               চেনা ও অচেনা

          লঘু আলাপের ফেনা

                   আবর্তিয়া তোলে

          দেখাশোনা আনাগোনা গতির হিল্লোলে।

 

রাস্তার এপারে আমি নিঃশব্দ দুপুরে

          জীবনের তথ্য যত ফেলে রেখে দূরে

               জীবনের তত্ত্ব যত খুঁজি

                   নিঃসঙ্গ মনের সঙ্গে যুঝি,

     সারাদিন চলেছে সন্ধান

          দুরূহের ব্যর্থ সমাধান।

       মনের ধূসর কূলে

প্রাণের জোয়ার মোরে একদিন দিয়ে গেছে তুলে।

    চারি দিকে তীক্ষ্ম আলো ঝক্‌ঝক্‌ করে

           রিক্তরস উদ্দীপ্ত প্রহরে।

               ভাবি এই কথা —

     ওইখানে ঘনীভূত জনতার বিচিত্র তুচ্ছতা

       এলোমেলো আঘাতে সংঘাতে

নানা শব্দ নানা রূপ জাগিয়ে তুলিছে দিনরাতে।

     কিছু তার টেঁকে নাকো দীর্ঘকাল,

          মাটিগড়া মৃদঙ্গের তাল

              ছন্দটারে তার

          বদল করিছে বারংবার।

   তারি ধাক্কা পেয়ে মন