নবজাতক

          শিশু কাঁদে মেঝে মাথা হানি,

   সাথে চলে গৃহিণীর অসহিষ্ণু তীব্র ধমকানি।

          তাস-পিটোনির শব্দ, নিয়ে জিত হার

               থেকে থেকে বিষম চিৎকার।

যেদিন ট্যাক্সিতে চ ' ড়ে জামাই উদয় হয় আসি

          মেয়েতে মেয়েতে হাসাহাসি,

                   টেপাটেপি, কানাকানি,

অঙ্গরাগে লাজুকেরে সাজিয়ে দেবার টানাটানি।

          দেউরিতে ছাতে বারান্দায়

নানাবিধ আনাগোনা ক্ষণে ক্ষণে ছায়া ফেলে যায়।

 

     হেথা দ্বার বন্ধ হয় হোথা দ্বার খোলে,

দড়িতে গামছা ধুতি ফর্‌ফর্‌ শব্দ করি ঝোলে।

          অনির্দিষ্ট ধ্বনি চারি পাশে

            দিনে রাত্রে কাজের আভাসে।

     উঠোনে অনবধানে-খুলে-রাখা কলে

               জল বহে যায় কলকলে ;

     সিঁড়িতে আসিতে যেতে

          রাত্রিদিন পথ স্যাঁৎসেঁতে।

      বেলা হলে ওঠে ঝন্‌ঝনি

              বাসন-মাজার ধ্বনি।

      বেড়ি হাতা খুন্তি রান্নাঘরে

ঘর-করনার সুরে ঝংকার জাগায় পরস্পরে।

     কড়ায় সরষের তেল চিড়্‌বিড়্‌ ফোটে,

তারি মধ্যে কইমাছ অকস্মাৎ ছ্যাঁক্‌ করে ওঠে।

বন্দেমাতরম্‌-পেড়ে শাড়ি নিয়ে তাঁতিবউ ডাকে

         বউমাকে।

    খেলার ট্রাইসিকেলে

ছড়্‌‌ছড়্‌ খড়্‌‌খড়্‌   আঙিনায় ঘোরে কার ছেলে।

যাদের উদয় অস্ত আপিসের দিক্‌চক্রবালে

     তাদের গৃহিণীদের সকালে বিকালে

দিন পরে দিন যায়