পুনশ্চ

                     কোনোটাই মনে রাখে না।

ও ধার নেয়, খেয়াল নেই শোধ করবার;

                     যারা ধার নেয় ওর কাছে

              পাওনার তলব নেই তাদের দরজায়।

       মোটের উপর ওরই লোকসান হয় বেশি।

 

তোমাকে আমি বলি, ওকে গাল দিয়ো যা খুশি,

         আবার হেসো মনে মনে—

                 নইলে ভুল হবে।

      আমি ওকে দেখি কাছের থেকে, মানুষ ব'লে,

                 ভালো মন্দ পেরিয়ে।

তুমি দেখ দূরে ব'সে, বিশেষণের কাঠগড়ায় ওকে খাড়া রেখে।

         আমি ওকে লাঞ্ছনা দিই তোমার চেয়ে বেশি —

                     ক্ষমা করি তোমার চেয়ে বড়ো ক'রে।

                         সাজা দিই, নির্বাসন দিই নে।

         ও আমার কাছেই রয়ে গেল,

                         রাগ কোরো না তাই নিয়ে।