পূরবী
       দেখা হয় নাই তোমা সনে
       প্রাসাদের কুসুমকাননে,
           জনতার প্রগল্‌ভ আদরে।
        নিদ্রাহীন প্রদীপ-আলোকে
       পড় নি অশান্ত মোর চোখে
           প্রমোদের মুখর বাসরে।
অবজ্ঞার নির্জনতা তোমারে দিয়েছে কাছে আনি
সন্ধ্যার প্রথম তারা জানে তাহা, আর আমি জানি।
নিভৃতে লেগেছে প্রাণে তোমার নিশ্বাস মৃদু মন্দ
           নম্রহাসি উদাসী আকন্দ!

 

       আকাশের একবিন্দু নীলে
       তোমার পরান ডুবাইলে,
           শিখে নিলে আনন্দের ভাষা।
       বক্ষে তব শুভ্র রেখা এঁকে
       আপন স্বাক্ষর গেছে রেখে
           রবির সুদূর ভালোবাসা।
দেবতার প্রিয় তুমি, গুপ্ত রাখ গৌরব তোমার—
শান্ত তুমি, তৃপ্ত তুমি, অনাদরে তোমার বিহার।
জেনেছি তোমারে, তাই জানাতে রচিনু এই ছন্দ
           মৌমাছির বন্ধু হে আকন্দ!