বলাকা

                                দিনেরাতে

  এই বাসাছাড়া পাখি ধায় আলো-অন্ধকারে

         কোন্‌ পার হতে কোন্‌ পারে।

 

  ধ্বনিয়া উঠিছে শূন্য নিখিলের পাখার এ গানে—

  “ হেথা নয়, অন্য কোথা, অন্য কোথা, অন্য কোন্‌খানে । ”