পূরবী
        মজ্জায় মজ্জায়—
  কার্পণ্যের বন্ধ দ্বারে
  সংগ্রহের অন্ধকারে
   যে আত্মসংকোচ নিত্য গুপ্ত হয়ে রয়
   হানো তারে হে নিঃশঙ্ক,
  ঘোষুক তোমার শঙ্খ—
        ‘নয়, নয়, নয়।’