পূরবী
  ঝড় বলে, ‘এ তরঙ্গে
  যাহা ফেলে দাও রঙ্গে
         রয়, রয়, রয়।’

 

  এ মোর যাত্রীর বাঁশি
  ঝঞ্ঝার উদ্দাম হাসি
        নিয়ে গাঁথে সুর—
  বলে সে, ‘বাসনা-অন্ধ,
  নিশ্চলশৃঙ্খলবদ্ধ
        দূর, দূর, দূর।’

 

  গাহে, ‘পশ্চাতের কীর্তি,
        সম্মুখের আশা
  তার মধ্যে ফেঁদে ভিত্তি
        বাঁধিস নে বাসা।
  নে তোর মৃদঙ্গে শিখে
  তরঙ্গের ছন্দটিকে,
বৈরাগীর নৃত্যভঙ্গি চঞ্চল সিন্ধুর।
  যত লোভ— যত শঙ্কা
  দাসত্বের জয়ডঙ্কা
        দূর, দূর, দূর।’

 

  এসো গো ধ্বংসের নাড়া,
  পথভোলা, ঘরছাড়া,
        এসো গো দুর্জয়।
  ঝাপটি মৃত্যুর ডানা
  শূন্যে দিয়ে যাও হানা—
         ‘নয়, নয়, নয়।’

 

  আবেশের রসে মত্ত
             আরামশয্যায়
  বিজড়িত যে জড়ত্ব